গানে গানে আনন্দময় একটি সন্ধ্যা কাটল টরেন্টো প্রবাসী বাঙালিদের। সম্প্রতি ডেনফোর্থের বাংলাদেশ সেন্টার মিলনায়তনে সঙ্গীত সন্ধ্যা ‘মধুর ধ্বনি বাজে’র আয়োজন করা হয়। এতে অংশ নেন কমিউনিটির পরিচিত কণ্ঠশিল্পী জীবিনা সঞ্চিতা হক ও নবিউল হক বাবলু।
বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের (বিসিসিএস) তহবিল সংগ্রহের লক্ষ্যে ওই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
রাশেদা বিলকিসের উপস্থাপনায় জীবিনা সঞ্চিতা হক পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত। আর নবিউল হক বাবলু রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি পল্লীগীতি পরিবেশন করেন। উভয় শিল্পীর পরিবেশনাই দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতে সক্ষম হয়। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন দোলন সিনহা। আর কিবোর্ডে ছিলেন মামুন কায়সার।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-০৩