জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে গত ৩ নভেম্বর ইতালী আওয়ামী লীগ এক আলোচনা সভার অায়োজন করেছে। সভার প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ আর স্বপ্ন নয়, বাস্তব। তিনি আরও বলেন, জেলহত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকি অংশ শেষ করে খুনিদের দেশে ফেরত এনে তাদের ফাঁসি কার্যকর করা হবে।
রোমের একটি বল রুমে ইতালি আওয়ামী লীগের প্রবীণ সদস্য আ. রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার, বীর মুক্তিযোদ্বা গাজী মসিউর রহমান, লুৎফর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কাজী মুনসর আহমেদ শিপুসহ আরও অনেকে। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৩