বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মালয়েশিয়া শাখা প্রতিবাদ সভা করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপি সভাপতি শহিদ উল্লাহ শহিদের সভাপতিত্বে ও মালয়েশিয়া বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহ-সভাপতি ড এম, কে রহমান আরিফ, সহ-সভাপতি মিজানুর রহ্মান, যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা, জোসেবুল আলম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, মোঃ ইমন হাসান, সহ-প্রচার সম্পাদক ছোটন ভুইয়া, বিএনপি নেতা মিজান, সেলিম, মাহফুজ, মতিন, যুবদল নেতা সাহাব উদ্দিন পান্না ও কবির মোল্লা প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি নেতা বাবুল, আবু নাইম, জাহিদুল ইসলাম, গোলাম রাব্বি, সোলায়মান বিশ্বাস,যুবদল নেতা নাসির, শুক্কুর, আলি, মোঃ জাফর, মোঃ বিল্লাল সহ মালয়েশিয়া বিএনপি ও যু্বদলের বিপুল সংখ্যক নেতা কর্মী ।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০