অঞ্চলগত বিদ্বেষ ঠেকাতে দক্ষিণ-এশিয়ান আমেরিকানদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন সুসংহত করার স্লোগানে শেষ হলো ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ (এসাল) এর নবম বার্ষিক সম্মেলন।
ইউএস, সিনেটর, কংগ্রেসম্যান, সিটি মেয়রসহ নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকার বিশিষ্ট জনেরা এতে বক্তব্য রাখেন।
বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দেড় শতাধিক প্রতিনিধির বিপুল করতালির মধ্যে মার্কিন আইটি সেক্টরে অসাধারণ অবদানের পাশাপাশি উচ্চ শিক্ষিত ও উদ্যমী প্রবাসীদের উচ্চ বেতনে চাকরি পাইয়ে দিতে নিরন্তরভাবে সহায়তাকারী দুই প্রবাসীকে এওয়ার্ড প্রদান করা হয়। এর একজন হলেন বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে আসা শিক্ষিতদের মার্কিন আইটি সেক্টরে উচ্চ বেতনে চাকরির উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গত ১২ বছরে ৫ হাজারের অধিক প্রবাসীকে সেবা প্রদানকারি ‘পিপল এন টেক ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিফ।
অপরজন হলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ প্রদানকারি এবং মাল্টিমিডিয়া ভিত্তিক এপ্লিকেশন্স ভনএয়ার ইনকের প্রতিষ্ঠাতা আজিজ আহমেদ।
দু’জনকে এসালের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি নিউইয়র্ক সিটি প্রশাসনের বিশেষ সম্মাননা পত্র প্রদান করেন এসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।