যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ায় সঞ্চালনায় সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রামাণ্য চিত্র ও শিল্পী ওমর ফারুক সংগীত পরিবেশনায় অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি টেলিফোনে বলেন, জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে স্বাধীনতার মূল উদ্দেশ্য সাধিত হবে। বিজয়ের ৪৫ বছর পর আমরা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে মুক্ত বাতাসে বিজয় উৎসব উদযাপন করছি- এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, আমির হোসেন, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বহমান। সময়ের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা মানে অর্থনৈতিক মুক্তি। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ যুবাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে যতদিন দেশ থাকবে, ততদিন সুনিশ্চিতভাবে এ দেশ থাকবে নিরাপদ। কোন অপশক্তি আমাদের ঘায়েল করতে পারবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোতালেব ভূঁইয়া, আব্দুল্লাহ আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, কোহিনূর মুকুল, সোমা ছিদ্দিকা, সানন্দা ইকবাল, আহসান উজামান নয়ন, সুমন বিশ্বাস, জামশেদ শাও, রেজা, জ্যামশেদ, মিনহাজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব