বিজয় দিবস উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। গত ১৬ ডিসেম্বর তরপিনাতারাস্থ কমুনের হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া। সভার শুরুতে বাংলার বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আলোচনা সভায় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধুসহ যারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, প্রচার সম্পাদক মান্নান মাতবরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহম্মদ ঢালী, হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুসহ যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মনোঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ