'উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে' এই স্লোগান সামনে রেখে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অভিবাসী দিবস।
শুক্রবার রাত সাড়ে ৭টায় কুয়ালালামপুরের এমপি এ জে অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর হুমায়ূন কবির, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব এমএসকে শাহীন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিশনের মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, অভিবাসী নারী-পুরুষদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে। মনে রাখতে হবে- তাদের পাঠানো অর্থে দেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, দেশে ও বিদেশে থাকা অভিবাসীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বিশেষ নজর দিতে হবে।
মো. শহিদুল ইসলাম বলেন, বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় এক কোটি কর্মী কর্মরত আছেন। প্রতিবছর গড়ে প্রায় ৫ লাখ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হচ্ছে। দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অবদানকে মূল্যায়ন করাই এ দিবসের উদ্দেশ্য।
হাইকমিশনার বলেন, বিদেশে অবস্থানকারীরা আইন-কানুন মেনে চলবেন। ভুলের কারণে যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন তুলে ধরেন ফার্স্ট সেক্রেটারি (শ্রম) সাহিদা সুলতানা।
আলোচনা সভায় ডেপুটি হাইকমিশনার ফয়সল আহমেদসহ ছাড়াও রাজনীতিক, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ