সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬। এতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার শুরু হওয়া মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নিয়েছে দেশিয় ৯টি প্রতিষ্ঠান।
২০ডিসেম্বর শুরু হয়ে এই মেলা চলবে ২৪ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।
মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের সেক্রেটারী জেনারেল হাসান ইব্রাহীম দালহান।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন