ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে এ বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব 'বড়দিন' পালনে তীর্থস্থান ভ্যাটিকান সিটি ছাড়াও ইতালিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপওা ব্যবস্থা। যে কোন সময় ভ্যাটিকানে হামলা করতে পারে এমন সন্দেহে নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটি। আগামীকাল পোপ মিলিত হবেন তার ভক্তদের সাথে। এ কারণে তিল ধরার ঠাঁই থাকবে না এই শহরে। মোড়ে মোড়ে পুলিশি টহল, সিকিউরিটি ক্যামেরা, অত্যাধনিক হেলিকপ্টার টহল ছাড়াও সন্দেহ হলেই দেহ তল্লাশির মাধ্যমে নিরাপওা নিশ্চিত করা হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রোম সেজেছে বর্ণিল সাজে। রোমের সব শহর নানা রঙের বাতির আলোয় ঝলমল করছে। বড়দিন উপলক্ষে ২৪ ও ২৫ দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করায় সবখানেই বিরাজ করছে ছুটির আমেজ। তবে আগের মত আমেজ খুঁজে পাচ্ছে না ব্যবসায়ীরা, কেনাকাটা কমে গেছে এমনটাই জানালেন তারা। বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট কাছাকাছি হওয়ায় জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখা হবে বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ