কুয়েতে স্বনামধন্য একটি সাংকৃতিক সংগঠন অঙ্কুর সাংস্কৃতিক অঙ্গন। দীর্ঘদিন থেকে এই সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কুয়েত প্রবাসীদের আনন্দ দেয়ার চেষ্টা করছে। বাংলার সংস্কৃতি সম্পর্কে কুয়েত প্রবাসী নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে বেশ সুনাম কুড়িয়ে আসছেন।
সেই ধারা বজায় রাখতে এ বছরও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার আহমেদি পাবলিক গার্ডেনে (কেওসি পার্কে) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় দিবস ও বনভোজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড়দের বিভিন্ন খেলাধুলা আর নানা বিনোদনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান বিদেশের মাটিতে এক মিনি বাংলার সমাগমে পরিনত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি) এর কমান্ডার এস এম শামীম উজ জামান। সে সময় অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন লাজু রহমান, সামছুল আরেফিন, আঃ হাই, মনটি, মনির হোসেন সহ আরো অনেকে। এই উৎসবে স্বপরিবারে অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।