তাবুক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এলাকার সাহাব হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. বেলাল হোসেন সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সোলাইমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শিহাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব ভুঁইয়া।
অনুষ্ঠানে জিল্লুর রহমান, উদ্দিন,নুরুল ইসলাম,আবুল কাশেম, মো. জহির,নিজাম,মিরন,মোফাজ্জল,আবুল বাশার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ