প্রবাসী এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের উপর নতুন ফি তাদের জন্য বোঝা। শুধু তাদের নয় এই ফি তাদের নিয়োগকর্তার জন্যও বোঝা বলে মন্তব্য করেছেন রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের বিনিয়োগ ও নিরাপত্তা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাগলুথ।
তিনি বলেন ২০২০সালের মধ্যে এইখাত থেকে ৬৫বিলিয়ন আদায়ের জন্য সরকারের পরিকল্পনা প্রাইভেট সেক্টরে কাজের পরিবেশে বিরুপ প্রভাব পড়তে পারে।
নতুন এই ফি কার্যকর হলে নির্মাণ সামগ্রী, ভোগ্যপণ্যসহ বেসরকারী খাতের বিভিন্ন জিনিসত্রের দাম বেড়ে যাবে। এতে কাজের ক্ষেত্র ক্ষতির মুখে পড়বে এবং ক্ষতিগ্রস্থ হবেন নাগরিকরা।
মাগলুথ বলেন, নতুন এই ফি আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং অনেক প্রবাসী তাদের পরিবার নিয়ে সৌদি আরব ত্যাগ করতে বাধ্য হবেন। এতে করে অফিস, দোকানপাট এবং অনেজ ফ্লাট খালি হয়ে যাবে। প্রবাসীদের বেতনের একটি অংশ এখানে বিনিয়োগ করতে বিশেষ ফান্ড গঠন এবং তাদের আয়ের অংশ সৌদি আরবে বিনিয়োগ করতে উৎসাহিত করা যেতে পারে।
তিনি বলেন, প্রবাসীদের অনেক অভিজ্ঞতা এখানে সঞ্চিত হচ্ছে তারা যদি এদেশ ছেড়ে চলে যান তাহলে বেসরকারী খাত ক্ষতিগ্রস্থ হবে।
উল্লেখ্য সৌদি আরবের ২০১৭সালের বাজেটে ২০১৭ সালের জুলাই থেকে প্রবাসীদেরকে মাসিক সর্বনিন্ম ১০০রিয়াল থেকে শুরু হয়ে ২০২০সাল এর পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৮০০রিয়াল যা বার্ষিক বাংলাদেশি টাকায় ২ লাখের মতো। সৌদি আরবে এতোদিন পরিবার নিয়ে বসবাসকারীদের কোন ফি না থাকলেও ২০১৭সালের জুলাই মাস থেকে তাদেরকে প্রত্যেক সদস্যের মাথাপিছু মাসিক ফি দিতে হবে ১০০রিয়াল। আর এই ফি ক্রমান্নয়ে ২০১৮সালে ২০০রিয়াল, ২০১৯সালে ৩০০রিয়াল এবং ২০২০সালে ৪০০রিয়াল।
এদিকে প্রবাসী শ্রমিকদের বিপরীতে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বর্তমানে মাসিক ২০০রিয়াল করে ফি দিতে হয় যেটা ২০২০সালে বেড়ে দাঁড়াবে ৮০০রিয়ালে।
প্রবাসীদের উপর আরোপ করা নতুন ফি নেয়া শুরু হবে ২০১৮সালের জানুয়ারী মাস থেকে। যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা, কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম সেসব কোম্পানী ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে থেকে প্রত্যেক শ্রমিকের জন্য ৩০০রিয়াল করে ফি দিতে হবে। যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি, সেক্ষেত্রে ২০১৮ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ৪০০রিয়াল করে ফি দিতে হবে।
যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা, কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম ২০১৯ সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য ৫০০ রিয়াল করে ফি দিতে হবে।
যেসব কোম্পানীতে কর্মরত বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি, সেক্ষেত্রে ২০১৯ সালের জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ৬০০ রিয়াল করে ফি দিতে হবে।