দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলল মালয়েশিয়ায় জনশক্তি রফতানির বাজার। শুক্রবার (২০ জানুয়ারি) মালয়েশিয়া সফরে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওআইসি এর বিশেষ সম্মেলনে যোগদান শেষে শ্রমবাজার ইস্যু নিয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
এ সপ্তাহ থেকে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে ছয় হাজার শ্রমিকের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করা হয়েছে। ধাপে ধাপে এ মাসেই আরেও ৫০ হাজার শ্রমিকের কাগজপত্র সত্যায়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে সারা বিশ্বে বাংলাদেশ থেকে যত জনশক্তি রফতানি হয়েছে এ বছর (২০১৭) শুধু মালয়েশিয়াতেই তার চেয়ে বেশি শ্রমিক রফতানি হবে। আমরা সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।
এর আগে পররাষ্ট্র মন্ত্রী মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের স্থানান্তরিত নতুন ভবন ঘুরে দেখেন। এ সময় সাধারণ শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি। স্থানান্তরিত বাংলাদেশ হাই কমিশনের কর্ম তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, মিনিস্টার (রাজনৈতিক) ওয়াহিদা আহমেদ, রাইচ হাসান সরোয়ার, প্রথম সচিব এস কে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্চয় কুমার দাস, প্রথম সচিব হেদায়েতুল ইসলাম, মশিউর রহমান, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমেদ ও দূতাবাসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/হিমেল-২২