সংযুক্ত অারব অামিরাত প্রবাসী ব্যবসায়ী হারুন রশিদ তার সিলেট সোবহানীঘাটস্থ দুবাই টাওয়ার দখল, প্রাণ নাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে দুবাইয়ে সংবাদ সম্মেলন করেন।
রবিবার রাতে এ ঘটনার প্রতিবাদে জানিয়ে দুবাইয়ের অাবিরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ব্যবসায়ী হারুন রশিদ দুবাই অাবির অাওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও দুবাই বিজনেস কাউন্সিলের সদস্য।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে হারুন রশিদ বলেন, অামি একজন প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে অামি যে অর্থকড়ি উপার্জন করেছি, তা দিয়েই দেশে বিনিয়োগ করার চেষ্টা করেছি। সম্প্রতিক সময়ে সিলেটের সোবহানীঘাটে দুবাই টাওয়ার নামক একটি টাওয়ার ক্রয় করলে স্থানীয় সন্ত্রাসী বাবুল মিয়া, রোকন মিয়া ছাত্রলীগ নেতা অালী হোসেনকে সঙ্গে নিয়ে অামার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের চাঁদা না দিলে প্রাণে মারার হুমকি দেন আমাকে। এমতাবস্থায় অামি নিকটস্থ থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দাখিল করি। পরে প্রাণের ভয়ে আমি দুবাই চলে অাসলে গত ২১ জানুয়ারি অালী হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অামার ক্রয়কৃত দুবাই টাওয়ারের তালা ভেঙ্গে ভবনটি দখলে নেয়। এ বিষয়টি সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান ও পুলিশ প্রশাসনকে অবহিত করার পর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি অালী হোসেনকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার কাউছার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলেও মামলাটি এখনো গৃহিত হয়নি বলে লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন। তবে কিছু দৈনিক পত্রিকার বরত দিয়ে অালী হোসেনকে বিস্ফোরক মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি থেকে অালী হোসেনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
হারুন রশিদসহ সকল প্রবাসীর জানমালের নিরাপত্তায় সরকারকে আরো কঠোর ভূমিকা নেয়ার আহবান করে উপস্থিত নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিদ্রা জানান। আওয়ামী লীগের মধ্যেই যারা দলীয় শৃংখলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে, সন্ত্রাসী ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণসহ ওসব নেতাকর্মীদের বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক অাব্দুস সবুর, ইউএই অাওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, দুবাই অাওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, শারজা বঙ্গবন্ধু পরিষদের অাহবায়ক শাহজাহান মিয়াজী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অাবুল কাসেম, অাবির অাওয়ামী লীগের সভাপতি হাজী অানিসুর রহমান, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্ঠা এনামুল হক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শারজা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন অাহবায়ক দেলোয়ার হোসেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ওয়াহেবুল মোস্তাফা, অাবির অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ইসলাম উদ্দিন, জালাল উদ্দিন, বাবুল আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।