মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে মালয়েশিয়া প্রবাসী দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া ফিলিপাইন ও মালয়েশিয়ার আরো দুই নাগরিককে আটক করা হয়।
গত ১৩ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশ থেকে আটক করা হয় ফিলিপাইন ও মালয়েশিয়ার দুই জনকে। বাংলাদেশিদের আটক করা হয় বৃহস্পতিবার।
সোমবার স্থানীয় পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। বাংলাদেশি দুজনের বয়স ২৭ থেকে ২৮ বছর হবে। তারা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।
ফিলিপাইনের ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর।
চারজনকে আটকের তথ্য দিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিপাইনের ওই নাগরিক মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসের জন্য জঙ্গি সংগ্রহে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।
বাংলাদেশি দুজন ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা।
বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেফতার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান।