বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার (ইংলিশ শাখা) বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার লোহিত সাগর তীরবর্তী আল কাত্তান ট্যুরিজম পিকনিক স্পটে অনুষ্ঠিত পিকনিকে স্কুলের ছাত্র-শিক্ষক-অভিবাবক মিলে প্রায় চার হাজার অতিথি অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল ছাত্র-ছাত্রীদের খেলাধুলা, নাচ-গান, আবৃতি ও সাংস্কৃতিক সন্ধ্যা। ছিল আলোচনাপর্ব, পুরস্কার বিতরণী এবং র্যাফেল ড্র।
উপাধ্যক্ষ আবদুল কাইয়ূম-এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর আলতাফ হোসেন, অধ্যক্ষ ড. আবদুল বাকি, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ চেয়ারম্যান কাজি নেয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, সদস্য ইয়াহিয়া চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, ডা. মাহবুব উল্লাহ, আতিকুল ইসলাম আলভী এবং মুসা খান।
সন্ধ্যায় র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।