সম্প্রতি বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, মামলা ও রিমান্ডের প্রতিবাদে সভা করেছে নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি ইতালি (এনআরবিজাই)।
বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের তরপিনাতারস্থ স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টের হম রুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশ কর্তৃত নির্যাতন, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনীর এমপি নিজাম হাজারীর মিথ্যা মামলা এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদ জানায় নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি ইতালি (এনআরবিজাই)।
সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রবাসীর সম্পাদক খান রিপন।
এ সময় বক্তব্য রাখেন এনআরবিজাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদস্য নুরুল আলম জনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম