ফ্রান্সের ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্টের কট্টরপন্থী এমপি ব্রুনো গুলনীশের সার্বিক সহযোগিতায় ও বিএনপি আয়োজিত এ সেমিনারে শুধুমাত্র বিএনপিপন্থীরাই বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান বক্তা ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, আইনজীবী ডক্টর জেবা খানসহ কেন্দ্রীয় ও ইউরোপ বিএনপি নেতৃবৃন্দ।
অন্যদিকে এই সেমিনারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি।
এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আল বাকি, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চোধুরী রতন, এম মোর্শেদ, সোহেল খান, বজলুর রশিদ,পলিন মনির, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান , ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, আরেক অংশের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন , সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস, সুইডেন আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ লিটন, মিজানুর রহমান, আব্দুল মান্নান, আবেদ খান, ডেনমার্ক আওয়ামী লীগের নেতা নাসির, নাঈম বাবু, জাহিদ হোসেন ও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম