প্রবাসে নুতন প্রজন্মের কাছে বাংলার চিরন্তর ঐতিহ্যকে তুলে ধরতে ২ ফেব্রুয়ারি জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে ১৪২৩ বাংলা নবান্ন পিঠা উৎসব।
এই পিঠা উৎসবের আয়োজক ও পরিচালক ছিলেন সারতাজুল আলম দিপু। তারই পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পী মাহফুজুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. নজরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেদ্দার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও বিভিন্ন্ শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
প্রধান অতিথি তার বক্তৃতায় নজরুল ইসলাম স্বদেশ-সংস্কৃতি এবং নবান্ন উৎসবের স্মৃতিচারণ করেন এবং বাহারি সব পিঠা-পুলির প্রশংসা করেন, সেই সঙ্গে নতুন প্রজন্মকে আপন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজক ও অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ী পিঠা প্রতিযোগিনীদের হাতে। ওয়ি পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-১৫