সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কনস্যুলেট আয়োজিত একুশের অনুষ্ঠান বর্জন করেছে জেদ্দা আওয়ামী পরিবার (১১টি সংগঠন)।
সোমবার রাতে স্থানীয় লিমার হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
তাদের অভিযোগ জেদ্দায় নিযুক্ত নতুন কনসাল জেনারেল কেএম বোরহান উদ্দিন জেদ্দা আওয়ামী পরিবারকে অবমূল্যায়ন করেছেন।
তারা আরও বলেন, আমরা কোনমতেই জাতীয় অনুষ্ঠান বর্জনের পক্ষপাতি নই কিন্তু বাধ্য হয়েছি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিতে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন