সারাদেশের ন্যায় মালয়েশিয়া বিএনপি'র উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপি সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এই কার্যক্রম উদ্বোধন করেন।
মালয়েশিয়া কেন্দ্রীয় বিএনপির আয়োজনে ৭ই অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের বিএনপি কার্যালয়ে সমাবেশের মাধ্যমে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপি সভাপতি (একাংশ) মো: শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক পৌর মেয়র ও মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট শহীদ ইকবাল,মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিন,বিএনপি নেতা আনোয়ার পারভেজ,সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা চৌধুরীসহ মালয়েশিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মালয়েশিয়া বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। পরে মালয়েশিয়া বিএনপি নেতৃবৃন্দ কয়েকজনের নবায়নের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন, মোঃ সেলিম, মোঃ মিনারুল, সহ-সাংগঠনিক সম্পাদক এস. কে ফয়েজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল খান,পুচং বিএনপি সভাপতি মোঃ ফারুক, সুবাং বিএনপি সভাপতি ইমন হাসান, জালানপুত্রা বিএনপি সভাপতি রিপন, কেপং বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, সেলায়াং বিএনপি সহ-সভাপতি মোঃ রফিক, বান্তিং বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বিএনপি নেতা রায়হান মাতুব্বর, মোঃ রফিক, জহির, আব্দুল হামিদ, বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী।
অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মহি উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ