কানাডার টরন্টোতে কমিউনিস্ট নেতা ও শ্রমিক আন্দোলনের কিংবদন্তি কমরেড জসিম উদ্দিন মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার বিকালে ড্যানফোর্থ রোডের রেড হট তন্দুরি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজিজুল মালিকের সভাপতিত্বে এবং মাহবুব আলমের সঞ্চালনায় সভার শুরুতেই এই আমৃত্যু বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় টিটো খন্দকার কর্তৃক প্রস্তুতকৃত কমরেড জসিমউদ্দিন মন্ডলের বক্তৃতার অংশবিশেষ প্রদর্শনের পর কমরেড জসিম উদ্দিন মন্ডলের জীবনাদর্শের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন ফারহান আজিম শিউলি, সৌমেন সাহা, নাসির উদ দুজা এবং বিদ্যুৎ রঞ্জন দে।
সভায় বক্তারা এই মহান ব্যক্তির জীবনাবসানে বাংলাদেশের সমাজ পরিবর্তনের আন্দোলনের বিশেষ ক্ষতি হলো বলে অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে বক্তারা কমরেড জসিমউদ্দিন মন্ডলের আদর্শের প্রতি তার গভীর প্রত্যয়বোধ থেকে শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং এই শ্রেণী বিভক্ত পুঁজিবাদী সমাজের অবশ্যম্ভাবী পরিবর্তনের সংগ্রাম সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৭/মাহবুব