হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চত্বরে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট পিস অর্গানাইজেশন (আইবিপিও)। অংশগ্রহণকারীরা মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাথে বর্বরতার নিন্দা এবং প্রতিবাদ জানান। একইসাথে, অবিলম্বে সসম্মানে নিজ বসতভিটায় ফিরে যাবার পরিবেশ তৈরির জন্যে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন।
আইবিপিও-র চেয়ারম্যান তপন চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, কম্যুনিটি লিডার ইকবাল ইউসুফ, ড. সৈয়দ আবুল হাসনাত, তাপস বড়ুয়া, আব্দুর রাজ্জাক, সালাউদ্দীন চৌধুরী, গোলাম চৌধুরী প্রমুখ।
বক্তারা সকলেই এমন নিষ্ঠুর আচরণ, অসহনীয় নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করতে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এটি একটি আন্তর্জাতিক সমস্যা, তাই জাতিসংঘের অবিলম্বে হস্তক্ষেপের মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধানের পথ খুঁজতে হবে। প্রতিবাদের ঝড় তুলতে হবে বিশ্বব্যাপী।
আইবিপিও-র চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে সকল রোহিঙ্গা নিজ দেশে সসম্মানে ফিরতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/ফারজানা