বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত শাখা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা ও সচেতনতা বৃদ্ধিতে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
শনিবার দুপরে কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক সংস্থা কুয়েতে শাখার সভাপতি ও আজকের সূর্যদয়ের কুয়েত ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টিভি কুয়েত প্রতিনিধি শেখ এহছানুল হক খোকন, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি ও অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকার সম্পাদক আ হ জুবেদ, জাগোনিউজ২৪ ডটকম’র কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসা, এনটিভির ফটো সাংবাদিক জিল্লুর রহমান, বাংলার বার্তা অনলাইনের নিজস্ব প্রতিনিধি শাহ করিম, এটিএন বাংলায় প্রচারিত প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের সহযোগী সাখাওয়াত হোসেন হুমায়ূন, অনলাইন পোর্টালের সম্পাদক মিলন, এসএম আহাদ, সোহেল চৌধুরী, আরিফ রাহমান, মুস্তাফিজসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা ও সচেতনতা বৃদ্ধিতে কি করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন