যথাযথ মর্যাদায় জাতীয় জেলহত্যা দিবস পালন করেছে ইতালির ভেনিস আওয়ামী লীগ। ভেনিসের স্থানীয় একটি হল রুমে ভেনিস আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসে শহীদদের স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস।
সাধারণ সম্পাদক আব্দুল আব্দুল নাছেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হাজী ইদ্রিস ফরাজী। তিনি তার বক্তব্য বলেন, জাতীয় ৪ নেতার আত্মত্যাগ ও বিশ্বস্ত রাজনৈতিক আদর্শে ছিলেন তারা। আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে ভেনিস আওয়ামী লীগ অগ্রণী ভুমিকা পালন করবে।
প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল জাতীয় চার নেতার প্রতি সন্মান রেখে বলেন, দলের জন্য তাদের মত বিশ্বস্ত হতে হবে। ভেনিস আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ দলের সমালোচনা করে বিএনপি জামাতের সাথে মিলিত হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে ভেনিস আওয়ামী লীগের প্রতি নির্দেশ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিনটু, সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান। আলোচনা শেষে বঙ্গবন্ধু পরিবার এবং জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ভেনিসের প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব মিয়া মোসলেমকে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও ভেনিস বাংলা স্কুলের অন্যতম উদ্যোক্তা জনাব মোশারফ শিকদারকে অনেক দিন পর কাছে পেয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে ভেনিসের কিছু বিতর্কিত নেতা-কর্মীর দলীয় চেইন অব কমান্ড ব্রেক করে একই সময়ে অন্য একটি অনুষ্ঠান আয়োজন করাকে হীন মন্যতার পরিচয় এবং আদর্শিক রাজনীতির পরিপন্থি বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়া আরো বক্তব্য দেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক জনাব আক্তার হোসেন বেপারী, ভেনিস নাগরিক কমিটির সভাপতি জনাব আবুল কাসেম শিকদার, আবু তাহের খান ডালু, ফারুক আলম কবিরাজ, জনাব কিশোর খন্দকার, জনাব রতন বেপারী এবংমুনফালকন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৭/হিমেল