সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম.এ. গনি দীর্ঘ ৪৫ দিন বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য সফর শেষে লন্ডন ফিরছেন। বাংলাদেশে থাকাকালীন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাশাপাশি ইউরোপ আওয়ামী লীগ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনের কার্যক্রমে ইউরোপ আওয়ামী লীগের কাজ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া মেয়াদউত্তীর্ণ কমিটির নতুন কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন। এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে থাকাকালীন জার্মান আওয়ামী লীগ এর উপদেষ্টা লাইজু খন্দকার, সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, বার্সিলোনা আওয়ামী লীগ এর সভাপতি খোকন নূরে জামান জনাব এম.এ. গনি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি চট্টগ্রামে আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম মেম্বার মরহুম আতাউর রহমান কায়সার স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম মতিয়া চৌধুরী। এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি ছিলেন।
চট্টগ্রাম আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমির হোসেন দোভাষ ৪৮ তম স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ এর উপদেষ্টা প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন এবং চট্টল বীর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সভাপতি জনাব মহিউদ্দিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে মাইনুদ্দিন খান বাদল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাতার আওয়ামী পরিবার এর উদ্যোগে অসুস্থ জনাব মহিউদ্দিন চৌধুরীর জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ. গনি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শামসুল হক চৌধুরী এম.পি , ওয়াসিকা আয়েশা খানম এম.পি , চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৭/হিমেল