যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবিতে বাংলাদেশীদের পরিচালিত দুটি মসজিদ ও ইসলামিক স্কুলে হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। 'শয়তানের বাচ্চারা তৈরি হও, আমরা আসছি তোমাদের হত্যার জন্যে' এমন হুমকি সম্বলিত পোস্টারের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে।
নর কঙ্কালের ছবির সামনে আরও লেখা হয়েছে যে, 'তোমরা আমাদের অনেক মানুষকে হত্যা করেছো। এবার নিজেরা প্রস্তুত হও। পশুর মতো তোমাদের হত্যা করা হবে।'
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি ও ফিলাডেলফিয়া সিটিতে বসবাসরত বাংলাদেশিরা ১৯৯৭ সালে 'মসজিদ আল মদিনা' প্রতিষ্ঠা করেন। সেটি ছিল আপারডারবি সিটিতে ৬৮০০ লাডলো স্ট্রিটে। এরপর মুসল্লির সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় ৬৯ এবং ওয়ালনাট স্ট্রিটে বড় ভবন ক্রয় করা হয়েছে। পুরাতন মসজিদকে নতুন প্রজন্মের ইসলামিক শিক্ষাদানের জন্যে এবং নতুন ভবনকে একত্রে ১৫ শতাধিক মুসল্লির নামাজ আদায়ের জন্যে ব্যবহার করা হচ্ছে।
এই মসজিদ পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এবং আপার ডারবি টাউনশিপের কাউন্সিলম্যান শেখ মোহাম্মদ সিদ্দিক বৃহস্পতিবার রাতে জানান, ২০ বছর যাবত আমরা মসজিদ পরিচালনা করছি। কয়েক হাজার মুসল্লি রয়েছেন এ এলাকায়। আগে কখনোই এমন ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি। প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক। এমন কাণ্ড সকলকে হতভম্ব করেছে।
কম্যুনিটিতে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপার ডারবি টাউনশিপের পুলিশ প্রধান মাইকেল চীটউড সংবাদ সম্মেলনে বলেছেন, পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি সংগ্রহ করে আমরা দেখেছি যে, মঙ্গলবার ভোর রাত সোয়া ৫টায় ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বয়সী এক ব্যক্তি মসজিদে ওই হুমকির পোস্টার লাগিয়েছে। এরপর সে হেঁটে ওই স্থান ত্যাগ করেছে। অর্থাৎ ফজরের নামাজের ৪৫ মিনিট আগে এ কাজ করেছে লোকটি। তাকে গ্রেফতারের জন্যে সর্বাত্মক চেষ্টা চলছে।
পুুলিশ প্রধান বলেছেন, দুর্বৃত্তকে যথাযথ শাস্তি দেয়া হবে। কারণ, এই এলাকার মানুষদের মধ্যে সন্ত্রস্ত ভাব তৈরীর কোনো চেষ্টাকেই সহ্য করা হবে না।
কাউন্সিলম্যান শেখ সেলিম বলেছেন, সিসিটিভি দেখে আমরাও অনুধাবনে সক্ষম হয়েছি যে দুর্বৃত্তটি শ্বেতাঙ্গ। আমরা সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছি। একইসাথে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
পুুলিশের পক্ষ থেকে সিসিটিভে প্রাপ্ত ছবি প্রচার করা হয়েছে এবং দুর্বৃত্তের তথ্য জানাতে ৬১০-৭৩৪-৭৬৯৩ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।
এফবিআইয়ের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় গত বছর যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর বিদ্বেষমূলক হামলার ঘটনা ১৯ ভাগ বেড়েছে। তবে এ সংখ্যাকেও সঠিক নয় বলে যুক্তরাষ্ট্র বিচার বিভাগ উল্লেখ করেছে। কারণ, অনেক ঘটনাই পুলিশ-প্রশাসনের দৃষ্টির আড়ালে রয়ে যাচ্ছে। এফবিআই জানিয়েছে, ২০১৫ সালে মুসলিম বিদ্বেষমূলক হামলার ঘটনা রেকর্ড হয়েছে ২৫৭টি। গত বছর তা ৩০৭ এ দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা