বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবাসে বিএনপির নেতারা।
পৃথক পৃথক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বৃহস্পতিবার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিসহ সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন যুুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, মহাসচিব জসীমউদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, সেক্রেটারি সুরুজ্জামান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ প্রমুখ।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা