পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে উদযাপন কমিটি ফাহাহিল এর উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাহাহিল সিটির আল সাফি রেস্টুরেন্টে ১ ডিসেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কুয়েত প্রবাসী ব্যবসায়ী আবু সাইদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে ও আমজাদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান।
জিয়াউল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে কোরান-হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।
অনুষ্ঠানে আব্দুস ছালাম, আবদুল আহাদ, সুহেল চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী বাচ্ছু, মিঠুন সেলিম, সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক আ.হ জুবেদসহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত কয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন