ইতালির সারদেনিয়া এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ২৯ অপর বাংলাদেশির বয়স ৩৯ বছর।
গত বুধবার ইতালির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের প্রায় ৬শ মিটারের মধ্যে আলঘেরোতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি কাজ শেষে মালিকের গাড়িতে বাসায় ফিরছিলেন। দেশটির সারদেনিয়া এলাকার সেল্লা ও মসকা প্রবেশ পথের অদূরে ওপর একটি গাড়ির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন