আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বেলজিয়াম আওয়ামী লীগ।
তারা সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ সহিদুল হক বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম আজীবন এ দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন প্রজ্ঞাবান নেতাকে হারাল। এ ক্ষতিপূরণ হওয়ার নয়।
সৈয়দ আশরাফুলের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাগীর চৌধুরি রতন, সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ-সভাপতি হুমায়ন মাসুদ হিমু, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আক্তার, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বেলজিয়াম যুবলীগের সভাপতি খালেদ মিনহাজ।
বিডি প্রতিদিন/ফারজানা