কাতারে বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের আয়োজনে বার্ষিক সাহিত্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার দোহার শেখ আব্দুল্লাহ বিন জায়েদ সেন্টারে আয়োজিত সে প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ রশিদ চৌধুরী।
সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলামের পরিচালনায় বিভিন্ন প্রশ্ন উত্তরের জবাব দেন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিরা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জোবায়ের আহমদ, শিহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম ও মো: ইউসুফ।
সাধারণ জ্ঞান, সংগীত,কেরাত, অভিনয়, লিখিত প্রতিযোগিতা ছিল অন্যতম। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে "আলহেরা শিল্প গোষ্ঠীর উপস্থাপনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো প্রবাসী বাংলাদেশী।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর