বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ।
নিউজার্সি রাজ্য থেকে গত মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে জয়ী এই কংগ্রেসম্যান ৬ জানুয়ারি রবিবার এনআরবি নিউজকে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রযাত্রা কামনা করেন।
মুসলিম অধ্যূষিত দেশ সত্বেও চতুর্থ টার্মের প্রধানমন্ত্রী হিসেবে একজন নারীর দায়িত্ব গ্রহণকে গণতান্ত্রিক বিশ্বের জন্য বিস্ময়কর ঘটনা হিসেবে অভিহিত করে কংগ্রেসম্যান বলেন, ‘আমি আশা করি নতুন সরকারের আমলে বাংলাদেশের জনগণ কথা বলার অবাধ স্বাধীনতা ও গণতন্ত্র চর্চার সুযোগ পাবে।’
জেফ আশা প্রকাশ করে বলেন, ‘এই সরকারের আমলে বাংলাদেশের শিশু-কিশোররা উন্নত বাসযোগ্য পরিবেশ পাবে এবং ভবিষ্যতে তাদের জীবনযাএার মান আরো উন্নত হবে।’
তার নির্বাচনী এলাকা তথা আটলান্টিক সিটিতে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে কংগ্রেসম্যান জেফ বলেন, ‘বাংলাদেশি আমেরিকানরা সত্যিকার অর্থেই আন্তরিক, কঠোর পরিশ্রমী, আর তা দিয়েই তারা 'আমেরিকান ড্রিম' পূরণের পথে এগুচ্ছে। ব্যক্তিগতভাবে আমি তাদের সাহচর্য পছন্দ করি।’ তিনি বলেন, ‘আমি বাংলাদেশি আমেরিকানদের আমার পথ চলার সাথী করেই সন্মুখ পানে এগিয়ে যেতে চাই।’
৬ জানুয়ারি বর্ণাঢ্য এক সমাবেশে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশিরা এই কংগ্রেসম্যানকে বিশেষভাবে সংবর্ধনা জানান। সেই সমাবেশের ফাঁকেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির আলোকে এ সাক্ষাতকার নেয়া হয়।
উল্লেখ্য, এর আগে জেফ ভ্র্যান ড্রিউ নিউজার্সি অঙ্গরাজ্য পার্লামেন্টের সিনেটর হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালনকালেও প্রবাসী বাংলাদেশিদের সুখ-দু:খের সাথী ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন