সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা কমিউনিটির পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী আশুগঞ্জ কমিউনিটির সভাপতি রিয়াজ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটির পৃষ্টপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি নেতা শামসুল আলম, আমিনুল ইসলাম সাধন, কবির হোসেন, কাজী কবির।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইশতিয়াক হোসেন তানিম, সোহেল আহমেদ, রাকিব হোসেন, মোস্তাক, মোরশেদ আলম, হাজবুন, হানিফসহ আরও অনেকে।
বক্তারা প্রবাসে থেকে আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে দলমতের ঊর্ধ্ব উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ম্যাডেল প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব