কুয়েতের বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ২০৯ শ্রমিকদের মধ্যে ১৫৮ জন মুক্তি পেয়েছে। বাকি ৫১ জন শ্রমিকের মধ্যে ২০ জনের বিরুদ্ধে সরাসরি দূতাবাসে হামলা ও ভাঙচুরের প্রামাণ পাওয়ায় তাদের আটক রাখা হয়েছে। অপর ৩১ জনের বিরুদ্ধে আগ থেকেই বিভিন্ন মামলা থাকায় তাদের মুক্তি দেয়া হয়নি বলে জানায় বাংলাদেশ দূতাবাস।
বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্রমিকদের মুক্তির বিষয়টি জানানো হয়।
আকামাহীন ও বকেয়া বেতন, থাকা-খাওয়াসহ বিভিন্ন সমস্যার দাবি নিয়ে লেসকো কোম্পানির চার শতাধিক শ্রমিক গত ১৭ জানুয়ারি দূতাবাসে অবস্থান নেন। তার পরেই হামলার ঘটনা ঘটে। ২০ জানুয়ারি থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা