ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাতার অধ্যায়ের নবনির্বাচিত কমিটির অভিষেক দোহার ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাতার কমিউনিটি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল আজিজ আল মোহান্নাদি ও কোঅরডিনেটর ডঃ বাহাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, ইঞ্জিনিয়ার আমানত হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মাওলানা ইউসুফ নূরসহ অন্যান্য।
রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশে সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এই সংগঠনটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ