নিউইয়র্কে ২০১৭ এবং ২০১৮ সালে ৩২ টিমের অংশগ্রহণে ‘টি-টুয়েন্টি’ এবং প্রিমিয়ার ডিভিশন’ ও ফার্স্ট ডিভিশন’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
‘নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ’ শিরোনামে এই অনুষ্ঠানে পুরস্কার নেয় : ২০১৭ সালের টি-২০ তে চ্যাম্পিয়ন দ্য ওয়ারিয়র এবং রানার আপ অরবিট-এ। ঐ বছরের প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন-অরবিট-এ এবং রানার আপ-দ্য ওয়ারিয়র। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন-ব্রুকলীন স্পোর্টিং কাব, রানার আপ-বিয়ানিবাজারি ইয়ংস্টার।
২০১৮ সালের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন-ঈগল ক্রিকেট ক্লাব এবং রানার আপ- টিম লাইকেন্স। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন-টিম লাইকেন্স ইয়থ এবং রানার আপ-নিউইয়র্ক থান্ডার হকস। উৎসবমুখর এ অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সেরা বলার, কৃতি সংগঠকরাও পুরস্কার গ্রহণ করেন।
সংগঠনের পরিচালক ও ট্রেজারার মো. ওয়েছ আহমেদ বলেন, প্রবাস-প্রজন্মকে ক্রিকেটে যতবেশি সম্পৃক্ত করা সম্ভব, সে চেষ্টা অব্যাহত থাকবে। বিগত দিনে যারা এমন একটি প্রক্রিয়াকে এগিয়ে নিতে অর্থ, বৃদ্ধি, সাংগঠনিকভাবে সহায়তা দিয়েছেন, তারাও যেন আমাদের পাশে থাকেন।
সংগঠনের সেক্রেটারি সারওয়ার চৌধুরী বলেছেন, ক্রিকেটের এই উত্থান অব্যাহত রাখতে সমগ্র কমিউনিটির আন্তরিক সহায়তার বিকল্প নেই।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী মো. সায়েম রহমান। তিনি বলেন, বাঙালি তরুণেরা এই প্রবাসেও ক্রিকেটকে আপন করে নিয়েছে। বাংলাদেশের মত বহুজাতিক এ সমাজেও ক্রিকেটের মধ্য দিয়ে মাতৃভূমির মহিমাকে আরও উঁচুতে নেব। এজন্যে সকলকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
টাইটেল স্পন্সর সুশান্ত ঘোষ বলেন, ক্রিকেটের সমৃদ্ধির জন্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আর এই ক্রিকেটের পথ ধরেই বাঙালি প্রজন্ম আমেরিকায় নিজেদের বিশেষ একটি অবস্থান তৈরীতে সক্ষম হবেন-এটা বিশ্বাস করি মনেপ্রাণে।
যুবনেতা এম এ বাতিন বলেন, প্রবাস জীবনে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আমাদের তরুণেরা ক্রিকেটে জড়িত হচ্ছেন। এটি অত্যন্ত গৌরবের একটি অধ্যায়।
এ সময় এ সংগঠনের নির্বাহী সদস্যগণের মধ্যে মঞ্চে ছিলেন লিসান চৌধুরী, মেহরাজ মাসুদ, মারজান আলম, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব আবু তাহের, কাউসার আহমেদ।
চলতি বছরের ক্রিকেট লীগ ৫ মে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। এবার অংশগ্রহণকারী টিমের সংখ্যা ৩২টি ছাড়িয়ে যাবে। সে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। খেলা হবে জেএফকে এয়ারপোর্ট সংলগ্ন একটি মাঠে।
বিডি প্রতিদিন/ফারজানা