সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান বাংলা টাউন রেষ্ঠুরেন্টে বুধবার অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই সংর্ধিত অতিথি এবং সভার প্রধান অতিথি জালাল আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে জয়ী প্রার্থী সায়েক আহমদকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা জালাল আহমেদ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার বক্তব্যে দক্ষিণ সুরমার এই সংগঠনটিকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আরও শক্তিশালী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খালিকুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক সাহাদাত সুমেল, কোষাধ্যক্ষ রফিক রহমান, জাহেদুল ইসলাম, সায়েক আহমেদ, মতিউর রহমান, হারুন, সিরাজ প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন