মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে মো. মাসুদ মিয়া (২০) নামে এক বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ইপু জেলার পেরাক মাঞ্জুমালাম নামক একটি কনস্ট্রাকশন সাইড থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ মিয়া পাবনা জেলার আতাইকুলা থানার এমপি বাড়ি নামক এলাকার বাশি মিয়ার ছেলে। মাসুদের লাশ জাবাতান ফরেনসিক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত মাসুদের চাচাতো ভাই মো. রিপন জানান, মাসুদ যাদের সঙ্গে কাজ করত তারা বিকাল ৩টার দিকে তাকে জানায় দুপুরের পর থেকে মাসুদকে পাওয়া যাচ্ছে না। তখন সবাই মিলে তাকে খুঁজতে থাকেন। তাকে কোথাও পাওয়া যায়নি। পরে মাসুদের মালিক পক্ষকে জানালে আবার প্রজেক্টে খুঁজতে থাকে এবং নির্মাণাধীন ভবনের ২০ তলায় একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় মাসুদের রক্তাক্ত লাশ পরে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাসুদের লাশ ময়নাতদন্তের পর দেশে ফেরত পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল