২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ডেমোক্রেটদের চূড়ান্ত মনোনয়নের জন্য লড়ছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট দলের এ রাজনীতিবিদ সম্প্রতি এক বিতর্কে অংশ নেন। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ ও জর্জিয়ার সিনেটর শেখ রহমানের সাথে। তারা একসঙ্গে কিছুটা সময় কাটান। সেখানেই শেখ রহমান জো বাইডেনকে প্রশ্ন করেন, 'আপনাকে কেন জর্জিয়ার (আমেরিকার একটি অঙ্গরাজ্য) মানুষ ভোট দেবে?'
জো বাইডেনের মতো শেখ রহমান নিজেও ডেমোক্রেট দলের রাজনীতিবিদ। শেখ রহমানের প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, আমাকে জর্জিয়া ভোট দেবে কারণ তারা এমন একটি রাজ্য যারা অতীতের শাসন থেকে বেরিয়ে আসার যোগ্যতা রাখে।
এসময় শেখ রহমানের কাঁধে হাত রেখে জো বাইডেন বলেন, আর তোমরাই সেটি বাস্তবায়িত করতে কাজ করছো। গভর্নর, সিনেটরসহ সবকিছুতে জর্জিয়ায় পরিবর্তন নিয়ে আসার সময় এসেছে।
রিপাবলিকান দলের রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফের নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। যদিও তাকে অভিসংশনের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা