খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির বেলজিয়াম শাখা।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্বে করেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহাম্মেদ সাজা।
কর্মসূচি যৌথ ভাবে পরিচালনা করেন বেলজিয়াম বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
অনশন কর্মসূচিতে ইতালি, জার্মান, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও সুইজারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন