বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে জেএফকে ত্যাগ করেছেন জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তবে তার আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে গণসংবর্ধনা দেওয়া হয়। কুইন্সে ‘আলী বাবা’ রেস্টুরেন্টের মিলনায়তনে ‘বাংলাদেশী আমেরিকান কমিউনিটি’র ব্যানারে এক সমাবেশে রাষ্ট্রদূত মাসুদকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তার প্রিয় ব্যাডমিন্টনের সবচেয়ে দামী একটি র্যাকেট উপহার দেন পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ। আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত মাসুদের স্ত্রী সোমা ফাহমিদাকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি আর ভালোবাসার প্রকাশ হিসেবে এই কূটনীতিক দম্পতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাও করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রধান ফখরুল ইসলাম দেলোয়ার এবং সদস্য-সচিব ইফজাল চৌধুরীর সমন্বয়ে সঞ্চালনা করেন মিসবাউজ্জামান। মঞ্চে উপবেশন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, প্রবাসের খ্যাতনামা সমাজকর্মী-শিল্পপতি জহিরুল ইসলাম, কমিউনিটি লিডার শেলী এ মুবদি, মার্কিন আইটি সেক্টরে উদ্যমী প্রবাসীদের চাকরির ক্ষেত্রে সহায়তাকারি ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা-সিইও প্রকৌশলী আবু হানিপ, খান্স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, আবাসন ব্যবসায়ী হিসেবে বেশ ক’দফা পুরস্কার পাওয়া সমাজকর্মী মোর্শেদা জামান, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন, ফোবানার সাবেক সভাপতি বেদারুল ইসলাম বাবলা প্রমুখ। রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ করেন রেজাউল করিম চৌধুরী।
বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন আব্দুল হাই জিয়া, শামসুল আলম চৌধুরী, আব্দুর রহিম বাদশা, মিসবাহ আহমেদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, মোজাহিদুল ইসলাম, এম এ মুহিত, শাহীন আজমল, কমিউনিটি বোর্ড মেম্বার নূরল হক, আহসান হাবিব, যুবলীগের জামাল হোসেন প্রমুখ।
এ সময় ৪ বছর দায়িত্ব পালনকালে সকলের সহায়তার কথা স্মরণ করেন বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ এবং অনুরোধ জানান, একাত্তরের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির যে চেষ্টা জাতিসংঘে বিদ্যমান রয়েছে, তা আদায়ের জন্যে প্রবাসীদেরকেও সোচ্চার থাকতে হবে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের আচরণের বিরুদ্ধেও আন্তর্জাতিক বন্ধুদের সরব রাখতে হবে। এজন্যে মাঝেমধ্যেই সভা-সেমিনার-সিম্পোজিয়াম-কনসার্টের ব্যবস্থা করতে হবে। মিয়ানমারের অপকর্মে লিপ্তরা যাতে কোন পর্যায়েই মাথা উঁচু করে কথা বলার সাহস না দেখাতে পারে সেজন্যে আন্তর্জাতিক জনমত জোরদার করতে হবে।
শুরুতে রাষ্ট্রদূত মাসুদের সুন্দর ভবিষ্যত এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে। এ ছাড়াও ত্রিপিটক ও বাইবেল পাঠ করেন স্বীকৃতি বড়ুয়া এবং টমাস দুলু রায়। রাষ্ট্রদূত মাসুদের বদলিসহ পদোন্নতির সংবাদে সর্বপ্রথম নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সমাবেশের আয়োজন করেছিল ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম’ এবং ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন’। এরপর বেশ কটি সংবর্ধনা সমাবেশ হয়েছে নিউইয়র্কে।
উল্লেখ্য, রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ৪ বছর আগে টোকিও থেকে বদলি হয়ে নিউইয়র্কে এই দায়িত্বে এসেছিলেন। তার আগে দায়িত্ব পালনকারী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমপি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। এদিকে রাষ্ট্রদূত মাসুদের স্থলে যোগদানের জন্যে টোকিও থেকে আসছেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
বিডি প্রতিদিন/হিমেল