গত ১৮ নভেম্বর স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে স্পেনের রাজধানী মাদ্রিদে হোটেল রাফায়েল এর বলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এস আর আই এস রবিন। সঞ্চালনা করেন, সদস্য সচিব মো: রিজভী আলম।
সম্মেলনে প্রধান অথিতি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী মজিবুর রহমান।
বিশেষ অথিতি ছিলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, গ্রীস আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মাতব্বর, সহ-সভাপতি আল আমিন শেখ, ইতালি আওয়ামী লীগ নেতা মুজিব সরকার, ডেনমার্ক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাকিল খান পান্না, বিশিষ্ট ব্যবসায়ী আবদু সাত্তার, স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, আবদুর রহমান, তামিম চৌধুরী, জাকির হোসেন, শ্যামল তালুকদার, দবির তালুকদার, আজম খান, একরামুজ্জামান কিরন, খাদিজা আকতার মনিকা, আনোয়ার হোসেন চৌধুরী, আখতারুজ্জামান, কবির হোসেন, বেলালউদ্দিন, একেএম সেলিম রেজা, বাবলা চৌধুরী, মিজান আহমেদ, হীরা আলম, মাঈনুল আবেদীন, মহিউদ্দিন হারুন, আমির হোসেন আমু প্রমুখ।
প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংঙ্গীত পরিবেশনের পর সম্মেলন উদ্বোধন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। তিনি সম্মেলনের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী ও আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতভাবে সভাপতি হিসেবে নির্বাচিত হন এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মো: রিজভী আলম।
বিডি প্রতিদিন/হিমেল