বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলজিয়াম শাখা। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় ১২টা ইউরোপিয়ান কমিশনের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্বে করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু এবং দপ্তর সম্পাদক মাহমুদু হাসান মম। বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির যুগ্ম সম্পাদক হারুর নুর রসিদ হারুন, মনির হোসেন সভাপতি ডেনমার্ক বিএনপি, হাজী আব্দুর রাজ্জাক সভাপতি ইতালি বিএনপি, মুহিত, ইকবাল, সৈয়দ জুলফিকার মনা সাংগঠনিক সম্পাদক জার্মান বিএনপি, জিয়াউল হক বাবু উপদেষ্টা জার্মান বিএনপি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ