যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিস্হ বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মত সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্যারিসের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং-এর ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা অ্যাটাশে, ফ্রান্স সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজ ও বাংলাদেশ কমিউনিটির প্রায় দুইশত অতিথি উপস্থিত ছিলেন।
দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর ব্রিগেডিয়ার জেনারেল মোহসীন সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে ফ্রান্সের প্যারিসের বাংলাদেশ দূতাবাসে প্রতিরক্ষা শাখার কার্যক্রম শুরু হয়। এতে প্রথম প্রতিরক্ষা অ্যাটাশে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন। রাষ্ট্রদূতের বক্তব্যের পর সকলে নৈশ ভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজ চলাকালীন "উদীয়মান বাংলাদেশ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন", "সশস্ত্র বাহিনীর যৌথ এম্ফিবিয়াস অনুশীলন" এবং সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার