বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা শাখা। বৃহস্পতিবার রাতে জে ডাব্লিও মেরিয়ট হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্ম্দ আবু নাসের, (এনডিসি, পিএসসি) স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিসটেন্ট চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী এ আল শানফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার