মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জিয়াউদ্দিন আহমেদকে ২০২০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আহ্বায়ক নির্বাচিত করেছে।
পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালনরত ড. জিয়াউদ্দিন প্রবাসে একাধিক সাংস্কৃতিক ও পেশাদারী সংগঠনের সঙ্গে যুক্ত। গত তিন বছর ধরে তিনি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
২৯-তম বইমেলার মূল থিম হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে বঙ্গবন্ধু বিষয়ে প্রবাসী লেখকদের ভাবনা-সমৃদ্ধ একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর মে অথবা জুন মাসে এই মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা