পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লালকে সংবর্ধনা দিয়েছে বাহরাইনের বৃহত্তর পাবনা সোসাইটি।
মানামায় দূতাবাস সংলগ্ন আল জিজানিয়া সুইমিংপুলে সম্প্রতি এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হায়াত উল্লাহ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সহযোগিতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার।
প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি আলা উদ্দিন নুর, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ, সি আই বি নাসির উদ্দিন, সফি উদ্দিন, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম খান, যুবলীগ সভাপতি বকুল সূত্রধর, সোসাইটির অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন, মন্ট্রিয়াল মটরসের সিইউ কাজী কাউছার আলম, জালালাবাদ কমিউনিটির সভাপতি আকতার হোসেন কাঁচা মিয়া, বাহরাইন ফাইন্যান্সিং কোম্পানির (বিএফসির) বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বাংলাদেশ করিডোর সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর কামাল, পাবনা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মিন্টু শেখ, সহ-সাধারণ সম্পাদক রিপন মল্লিক, ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা লিটন, কে ডি এসের যুগ্ম সম্পাদক হারুন সেন্টু ও সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন বৃহত্তর পাবনা সোসাইটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সোসাইটি, যুবলীগ,পরিদপুর জনকল্যাণ পরিষদ ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা