বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওমানের ৪৯তম জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্কুল মাস্কাট। আধুনিক ওমানের কারিগর দেশটির শাসক সুলতান কাবুস বিন সাইদের প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতায় দেশজুড়ে উৎসব উদ্দীপনায় জাতীয় দিবসটি উদযাপন করা হয়।
ওমানীরাই শুধু নন, জাতীয় দিবসের উৎসবের রঙ ছড়িয়ে পড়ে দেশটি বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। দিবসের নানা আয়োজনে যুক্ত হয় প্রবাসীরা। যার ধারাবাহিকতায় বাংলাদেশ স্কুল মাস্কাটেও প্রতিবারের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক অনুষ্ঠান।
বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার গোটা অনুষ্ঠানটির সমন্বয় করেন স্কুলটির প্রিন্সিপাল অধ্যক্ষা মিসেস ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর হুমায়ুন কবির কাউন্সিলর শ্রম, দূতালায় প্রধান নাহিদ ইসলাম, সিআইপি আলী আশরাফসহ স্কুলটির সকল বোর্ড মেম্বার এবং বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
নাচ, ওমানের সংস্কৃতি, ফ্যাশন সু, সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রেখেছিল বাংলাদেশ স্কুল মাসকাটের শিক্ষার্থীরা। স্কুল শিক্ষার্থীদের অসাধারণ পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। এসময় তিনি স্কুলটির অধ্যাপিকাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এমন আয়োজন দু'দেশের সম্প্রীতি সমৃদ্ধি এবং সম্পর্কের বন্ধন আরও বেশি দৃঢ় করতে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটি তো নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। এসময় তিনি তার বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও জানান।
বিডি প্রতিদিন/আরাফাত