বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান উচ্চারিত হলো যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশ থেকে।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি (নবগঠিত কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক) আলহাজ্ব আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাওসার আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নবগঠিত জাসাস কেন্দ্রীয় কমিটির সেমিনার সম্পাদক বিল্লাল আহমেদ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম, লালবাগ থানা বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি।
সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্রস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুবদল নেতা ওয়েস আহমেদ, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, ছায়েদ আলী, মো. মান্নান,মো. স্বপন, সিদ্দিক হোসেন রুবেল, বিএনপি নেতা এলিজা আকতার মুক্তা, দেওয়ান রাজা চৌধুরী, ফারহান চৌধুরী, মনসুর আহমেদ শাওন, মারিয়া আকতার মৌ প্রমুখ। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র জাসাসের বেশ ক’জনকে অন্তর্ভুক্তির খবরে সন্তোষ প্রকাশ করা হয়।
এদিকে, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাসাসে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে। সেলিম রেজা উল্লেখ করেছেন, এর মধ্যদিয়ে ত্যাগী নেতাদের যে মূল্যায়ন ঘটলো তা বিএনপি পরিবারকে অনুপ্রাণীত করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন